বীর মুক্তিযোদ্ধাদের বরাদ্দকৃত দোকান বুঝিয়ে দিতে এজিবি কলোনী কাঁচা বাজারে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
মঙ্গলবার (১২ অক্টোবর) সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দোকানগুলো দখলমুক্ত করা হয়।
অভিযানে মতিঝিল এজিবি কলোনী কাঁচা বাজারে অবৈধভাবে দখলে থাকা ৭৩টি দোকানে তালা লাগিয়ে দিয়ে সেগুলো সিটি করপোরেশনের আওতায় আনা হয়। এছাড়া অভিযানকালে আদালত এজিবি কলোনি কাঁচা বাজারে দখলে থাকা দোকানগুলোর সামনে আরও বেশকিছু অস্থায়ীভাবে নির্মিত অবৈধ দোকান দেখতে পান। আদালত অভিযানকালে এ রকম আড়াই শতাধিক দোকানও উচ্ছেদ করে।
করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন পুরো অভিযান তদারকি করেন। অভিযান প্রসঙ্গে তিনি বাংলানিউজকে বলেন, মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজারে সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের নামে ৮২টি দোকান বরাদ্দ দেওয়া হয়। গত ২০ বছর যাবত সেই দোকানগুলো অবৈধ দখলদারদের কব্জায় ছিল। সেখানে বরাদ্দ পাওয়া বীর মুক্তিযোদ্ধাদেরকে কখনোই ঢুকতে দেওয়া হয়নি। মেয়র মহোদয়ের নির্দেশনা অনুসারে আমরা সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখলমুক্ত করেছি। দোকানগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আশপাশে এবং সম্মুখে নির্মিত আরও আড়াই শতাধিক অবৈধ ও অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে। এখন যথাযথ আইন অনুসরণ করে প্রকৃত বরাদ্দ পাওয়া বীর মুক্তিযোদ্ধাদের সেগুলোর বরাদ্দ বুঝিয়ে দেওয়া হবে।
অভিযানটি দুপুর ২টা হতে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান ছিল।