নগরের মেজ্জান হাইলে আইয়ুন রেস্টুরেন্ট ও মডার্ন গণি বেকারিকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ নভেম্বর) জামালখান ও গনি বেকারি মোড় এলাকায় অভিযানকালে স্বাস্থ্যবিধি অনুসরণ না করে বেকারি পণ্য ও রেস্টুরেন্টের খাবার তৈরি ও বিক্রির দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন।
অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস আসকারদীঘির পাড়ে বিভিন্ন দোকানের ফার্নিসার ফুটপাতে রেখে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে চার দোকান মালিককে ৬ হাজার টাকা জরিমানা করেন।
সোমবার (১ নভেস্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে বায়েজিদ বোস্তামী শিল্প এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং বাজারজাত করার দায়ে মধুবন সুইটস ইন্ডাস্ট্রিজকে এক লাখ টাকা জরিমানা করেন।