গোপালগঞ্জ প্রতিনিধি
মেয়াদোত্তীর্ণ ঔষধ ও পণ্য বিক্রির দায়ে গোপালগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর তিনটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (২১সেপ্টেম্বর) বাণিজ্য মণ্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ব্যাসপুর ও জয়নগর বাজার এ তদারকি অভিযান পরিচালিত হয়।
এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও পণ্য বিক্রি উদ্দেশ্যে রাখার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এ ১৭,০০০/- টাকা জরিমানা করা ও আদায় করা হয়। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পুলিশের কর্মকর্তাগণ ও ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ মোজাহারুল হক বাবলু এসময় অভিযানে অংশ নেন।
জনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।