ভোক্তাকন্ঠ ডেস্ক: রংপুরের মিঠাপুকুরে হোটেল-রেস্টুরেন্টে ভেজাল খাদ্য বিরোধী অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি সর্তক করা হয়।
মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার শঠিবাড়ী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
তিনি জানান, নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন নিশ্চিত করতে উপজেলার বেশ কয়েকটি হোটেল-রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মজুত ও বিক্রির সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে মিঠাপুকুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনায় সব সরকারি দপ্তরের সাথে সমন্বয় করা হয়েছে।