ভোক্তাকন্ঠ ডেস্ক: বিস্কুট, কেক, ঘি ও দইয়ের মতো খাদ্যপণ্যের অনুকূলে সিএম লাইসেন্স না নিয়ে মানচিহ্ন ব্যবহার ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় রাজধানীতে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরের ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে ৭৫ হাজার টাকা জরিমানাও করেছে বিএসটিআই।
অভিযানে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক বিস্কুট, কেক, ঘি ও দইয়ের অনুকূলে সিএম লাইসেন্স না নিয়ে মানচিহ্ন ব্যবহার ও মোড়কে প্রয়োজনীয় তথ্য লেখা ব্যতীত উৎপাদন/মোড়কজাত, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে এ মামলা করা হয়েছে। ডেমরার ডগাইর বাজার এলাকায় নিউ র্যাংক ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির বিরুদ্ধে মামলা ও ৫০ হাজার টাকা জরিমানা এবং যাত্রাবাড়ীর মান্নান স্কুল মার্কেটে ছামাদ দধি ভাণ্ডারকে মামলা ও ২৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।