রাজশাহীর যাত্রীকে নাটোরে নামিয়ে জরিমানা গুনল বাস

ভোক্তাকন্ঠ ডেস্ক: রাজশাহীর যাত্রীকে নাটোরে নামিয়ে দিয়ে জরিমানা গুনতে হয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা রজনীগন্ধা প‌রিবহ‌নকে। বৃহস্পতিবার (১৯ মে) লিখিত অভিযোগের শুনানি শেষে রজনীগন্ধা প‌রিবহ‌নকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচারক মাসুম আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১২ মে ঢাকা থেকে রজনীগন্ধা প‌রিবহ‌নে রাজশাহী ফিরছিলেন যশোরের শার্শা এলাকার বাসিন্দা কামরুজ্জামান। কিন্তু তাকে পথে নাটোরে নামিয়ে দেওয়া হয়। এই ঘটনায় ওই বাসযাত্রী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দেন।

আজ (বৃহস্পতিবার) সকালে দুই পক্ষকে শুনানিতে ডাকা হয়। সেখানে রজনীগন্ধা প‌রিবহ‌নের প্রতি‌নি‌ধি অ‌ভি‌যোগ স্বীকার করেন।

প্রতি‌শ্রুত সেবা প্রদা‌নে ব্যার্থতার অপরা‌ধে তাদের ৫ হাজার টাকা জ‌রিমানা আরোপ করা হয়েছে। বিধি অনুযায়ী আরোপিত জরিমানার ২৫ শতাংশ পেয়েছেন অভিযোগকারী।