নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
প্রতারণার মাধ্যমে গ্রাহকের এক কোটি ২০ লাখ টাকা আত্মসাতের মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান এবং চিফ অপারেটিং অফিসার আমান উল্যাহর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।
গত ১৭ আগস্ট গ্রাহকের ১১শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-অরেঞ্জের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা করেন প্রতারণার শিকার তাহেরুল ইসলাম নামের এক গ্রাহক। মামলা দায়েরের পর ওই দিনই সোনিয়া মেহজাবিন এবং তার স্বামী মাসুকুর রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর ১৮ আগস্ট গ্রেফতার করা হয় আমান উল্যাহকে।
এরপর ২৩ আগস্ট এ তিন আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এবং আদালতে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। কয়েকটি মামলায় বেশ কয়েক দফা তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
হাতিরঝিল থানায় দায়ের করা এ মামলায় তিন আসামির পাঁচদিনের রিমান্ড আবেদন করেন সংশ্লিষ্ট থানার এসআই সুব্রত দেবনাথ। আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির তারিখ ২৮ অক্টোবর ধার্য করেন। এদিন রিমান্ড শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়।
আসামিদের পক্ষে অ্যাডভোকেট মামুনুর রশীদ রিমান্ড বাতিল চেয়ে আসামিদের জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।