সিএম লাইসেন্স ছাড়া বেকারি পণ্য তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (২৩ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় বাড্ডা থানা এলাকায় বিএসটিআইয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানকালে বাধ্যতামূলক বিস্কুট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ছাড়া তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে সাতারকুল রোডে সৈনিক বেকারিকে ৫০ হাজার এবং বিস্কুট, পাউরুটি ও কেক পণ্যের জন্য নুয়েল বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার (সিএম) মো. আব্দুল মান্নান দায়িত্বপালন করেন।