ভোক্তাকন্ঠ ডেস্ক: লাইসেন্স ছাড়া মসলাজাতীয় পণ্য বিক্রি করায় রাজধানীর বড় মগবাজারের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই।
প্রতিষ্ঠানটি হলো আজা আইডিয়াল অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ। সোমবার (২৭ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
সিএম লাইসেন্স ছাড়া ‘মরিচ গুঁড়া’, ‘হলুদ গুঁড়া’, ‘ধনিয়া গুঁড়া’, ‘জিরা গুঁড়া’, ‘কারি পাউডার’ বিক্রয় ও বাজারজাতের অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করে বিএসটিআই।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।