ভোক্তাকন্ঠ ডেস্ক: নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং লাইসেন্স না থাকায় অনুরাগ রেস্টুরেন্টকে জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
রোববার (২৮ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান অভিযানে নেতৃত্ব দেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, অভিযানকালে প্রয়োজনীয় তথ্যবিহীন কিছু পণ্যের লেভেলিং করতে দেখা যায়, এছাড়া কর্মচারীদের স্বাস্থ্য সনদ নেই, প্রেমিসেস লাইসেন্স নেই, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। এসব অপরাধে অনুরাগ রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী তিন লাখ টাকা জরিমানা করা হয়। এসময় রেস্টুরেন্টটির ম্যানেজার অপরাধ স্বীকার করে জরিমানা পরিশোধ করেন।।
অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান, বিএফএসএ’র অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি টিম উপস্থিত ছিল।