ভোক্তাকন্ঠ ডেস্ক: পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ না থাকায় একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই।
বুধবার (৮ ডিসেম্বর) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় মিরপুর থানা এলাকায় বিএসটিআই’র উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়েছে।
অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতীত তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় পূর্ব শেওরাপাড়া বি-বাড়িয়া বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর ছিলেন ফিল্ড অফিসার (সিএম) মাকসুদা রুনা।