ভোক্তাকন্ঠ ডেস্ক: রমজানের শুরু থেকে সরকার ঢাকাসহ সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি করছে। প্রতিটি ভ্রাম্যমাণ গাড়িতে পাস্তুরিত তরল দুধ প্রতি লিটার ৬০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৫৫০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৮০০ টাকা, ড্রেস্ড ব্রয়লার প্রতি কেজি ২০০ টাকা এবং ডিম প্রতি ডজন ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সাশ্রয়ী দামে পণ্য কিনতে শুরু থেকেই এসব গাড়ির প্রতি মনোযোগ ছিল সীমিত আয়ের মানুষের। অনেকে সুযোগ বুঝে বাড়তি পণ্য কিনে নিলেও কেউ কেউ সামান্য পণ্যও পাননি। বরাদ্দ কমায় সুলভের দুধ, ডিম, মাংস যেন আকাশের চাঁদ!
শুরু থেকেই ক্রেতাদের অভিযোগ, ভ্রাম্যমাণ গাড়ির সংখ্যা অনেক কম। যে বরাদ্দ থাকে তা ১০০ জন মানুষও পায় না। বিক্রি শুরু হতেই শেষ হয়ে যায়। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও ফিরতে হয় খালি হাতে।
রাজধানীতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রি কার্যক্রম পরিচালনা করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। রাজধানীর ১০ থেকে ১৫টি স্থানে ভ্রাম্যমাণ গাড়িতে করে এসব পণ্য বিক্রি হচ্ছে। এ কার্যক্রম চলবে আগামী শনিবার পর্যন্ত।