ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে আগামী এক সপ্তাহ বন্ধ থাকবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি। তবে এরপর আবার ১ মাসের জন্য চালু হবে টিসিবি পণ্য বিক্রি।
আজ সোমবার (১৯ জুলাই) থেকে ২৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে কম মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম। ফের শুরু হয়ে ২৬ আগস্ট পর্যন্ত চলবে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম।
টিসিবির যুগ্ম পরিচালক ও তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার টিসিবির কোনো ট্রাক সেল বের হচ্ছে না। ঈদের কারণে ২৬শে তারিখ পর্যন্ত বন্ধ থাকছে।’
তিনি আরও বলেন, ‘এ কার্যক্রম চলতি মাসের ২৯ তারিখে পুরোদমে বন্ধ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় তা ২৬শে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ ২৬ জুলাই শুরু হয়ে আবারও টানা একমাস টিসিবির বিক্রি কার্যক্রম চলবে।’
প্রসঙ্গত ভোক্তাদের কম দামে পণ্য সরবরাহ করতে ৫ জুলাই থেকে সারাদেশে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করে টিসিবি।