ভোক্তাকণ্ঠ ডেস্ক: নোয়াখালীতে অতিরিক্ত লাভে জুতা বিক্রি করায় দুটি জুতার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়ার নেতৃত্বে মাইজদী বাজারে এ অভিযান পরিচালিত হয়।
তিনি বলেন, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মাইজদী বাজারে জুতা এবং কাপড়ের শোরুমে ভোক্তা অধিদপ্তর অভিযান চালায়। জেলা শহর মাইজদী সুপার মার্কেটে ভোক্তা অধিদপ্তরের অভিযানে বেশি দামে জুতা বিক্রি করায় অ্যাবি ও গেইট মহল সুজ নামে দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, একই অভিযোগে গালিব কাপড়ের শোরুমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, ৬৯০ টাকার জুতা বিক্রি করা হচ্ছে ১৩৫০-১৪০০ টাকায়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং সুধারাম মডেল থানা পুলিশ।