ভোক্তাকণ্ঠ ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে ছয় প্রতিষ্ঠানকে ৬১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সোনাইমুড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন।
অবজারভারকে তিনি বলেন, দুপুরে সোনাইমুড়ী বাজারের শ্রী কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারকে নগদ আট হাজার টাকা, শ্রী দুর্গা মিষ্টান্ন ভান্ডারকে নগদ ১২ হাজার, মা মাণি পেস্ট্রিকে নগদ ১০ হাজার, মা মণি রেষ্টুরেন্টকে নগদ ২০ হাজার, মোহাম্মদীয়া হোটেলকে নগদ ১০ হাজার টাকা ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সিএনজি চালিত অটোরিকশা চালক মো. রাসেলকে এক হাজার টাকা জরিমানা করে আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়।