ভোক্তাকণ্ঠ ডেস্ক: ফরিদপুরে একটি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে চিকিৎসকরা রোগীর কোন পরীক্ষার আগেই প্রতিবেদনে সই করে রাখতেন। এমন অভিযোগের ভিত্তিতে হাসপাতালটিকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এছাড়াও মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার, টেস্টের ধার্য ফি তালিকার চেয়ে বেশি আদায়ের অভিযোগ আছে পিয়ারলেস প্রাইভেট হাসপাতাল কাম ডায়াগনস্টিক সেন্টার বিরুদ্ধে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে হাসপাতালে অভিযান পরিচালিত হয়। জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খানসহ সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
সোহেল শেখ জানান, ভোক্তাদের কাছ থেকে লিভারের টেস্ট এসজিপিটি, পিএনএস ও নেক এক্সরেসহ বিভিন্ন সেবার মূল্য প্রদর্শিত ধার্য্যমূল্য থেকে অনেক বেশি নেওয়া, প্যাথলজিতে বিভিন্ন টেস্টে ব্যবহৃত রি-এজেন্ট মেয়াদোত্তীর্ণ হওয়ায় যথাযথ ভাবে সংরক্ষণ না করা ও প্যাথলজিস্ট ডাক্তারের আগে থেকে স্বাক্ষর করা প্রায় ২৮২টি রিপোর্ট প্যাড জব্দ করা হয়েছে হাসপাতাল থেকে। এছাড়া প্রতিশ্রুত সেবা যথাযথ ভাবে সরবরাহ না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের দুটি ধারায় এক লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও ফরিদপুরের জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।