মোঃ আহসান উল হক তুহিন: রংপুরের মিঠাপুকুরে লাইসেন্স ছাড়াই সরকারি সার বিক্রির প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার উপজেলার চেংমারী ইউনিয়নে অবস্থিত পাগলার হাট বাজারে তদারকি অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন।
অভিযানে ভাই ভাই এবং রেলি ট্রেডারস নামক দুটি প্রতিষ্ঠানে লাইসেন্স ছাড়াই সরকারি সারের মজুদ পাওয়া যায়। পাশাপাশি অনুমোদিত মানহীন কীটনাশক কৃষকদের কাছে বিক্রি করছে তার ও প্রমাণ পাওয়া গেলে উভয় প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার আইনের ৩৮ ও ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করে ক্যাব রংপুর ও মিঠাপুকুর থানা পুলিশ।