ভোক্তাকণ্ঠ ডেস্ক: নাটোরের ঐতিহ্যবাহী জয়কালী বাড়ির মিষ্টির দোকান দ্বারিক ভান্ডারে অপরিচ্ছন্ন পরিবেশে কাঁচাগোল্লা উৎপাদন এবং বিপণন করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার বিকেল ৩টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
তিনি জানান, জয়কালী বাড়ি মন্দির সংলগ্ন মিষ্টির দোকান দ্বারিক ভান্ডার দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন পরিবেশে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা উৎপাদন ও বিপণন করে আসছিল। দোকানের ভেতরে তেলাপোকা ও ইঁদুর বসবাস করে। প্রতিদিন হাজারও মানুষ এ দোকানের কাঁচাগোল্লা কিনে প্রতারণার শিকার হচ্ছেন। এ বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে দ্বারিক ভান্ডারের মালিক রবি কুন্ডুকে বার বার বলা হলেও তিনি কর্ণপাত করেননি। বছরের পর বছর ধরে নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি করে আসছেন। এ জন্য দোকানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।