ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামে আবাসিক এলাকার একটি বাড়িতে জে বি কেয়ার বাংলাদেশ নামের অবৈধ কারখানার সন্ধান পায় জেলা প্রশাসন। রোববার নগরীর বায়েজিদ এলাকার শাহ হাবিবুল্লাহ রোডে গুলবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে কারখানার ম্যানেজার খায়রুজ্জামান রাজুকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া, অনুমোদনহীন সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, গ্লিসারিন, ফেসওয়াস, যৌন উত্তেজক ট্যাবলেট, ব্যথানাশক ক্রিমসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী তৈরির দায়ে তাকে চার লাখ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
তবে অভিযানে কারখানাটিতে আটক তিন শ্রমিককে বয়স বিবেচনা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, বায়েজিদে গুলবাগ আবাসিকের ওই বাড়িতে ভেজাল ও অবৈধ প্রসাধন সামগ্রী তৈরির সময় হাতেনাতে কারখানার ম্যানেজারসহ চার জনকে আটক করা হয়। ম্যানেজারকে এক বছরের কারাদণ্ড এবং চার লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বয়স বিবেচনায় কারখানায় তিন শ্রমিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে জব্দকৃত অবৈধ ও ভেজাল প্রসাধন এবং কেমিক্যাল ধ্বংস করা হয়।
তিনি বলেন, কারখানাটি বিভিন্ন প্রসাধন সামগ্রী তৈরির পর অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে নগরের বড় বড় বাজার ও মার্কেটগুলোতে বিক্রি হয়ে আসছিল। অভিযানের সময় আমরা কারখানাটির মালিককে পাইনি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য বায়েজিদ থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।