ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হককে অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করায় ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে এ জরিমানা করেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
রেজাউল হক রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার এনামুল হকের ভাই।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান রেজাউল হক দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। তিনি বাড়ির সংযোগ থেকে অবৈধ ভাবে শিকদারী বাজারে তার কয়েকটি দোকান ঘরসহ ব্যাটারিচালিত অটো চার্জ কারখানায় বিদ্যুৎ ব্যবহার করছিলেন। নাটোর পল্লী বিদ্যুৎ বিভাগের বাগমারা জোনের কর্মকর্তারা বিষয়টি বন্ধে বার বার তাগিদ দিলেও ক্ষমতার দাপট দেখাতেন তিনি।
পরে স্থানীয় লোকজন ঘটনাটি রাজশাহী জেলা প্রশাসককে অবহিত করেন। এমন অভিযোগের সত্যতা যাচাই-বাছাই করার জন্য জেলা প্রশাসক আব্দুল জলিলের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনার সত্যতা মেলায় রেজাউল হককে ৩০ হাজার টাকা জরিমানা এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইসঙ্গে এমন অপরাধ থেকে বিরত থাকতে তাকে সাবধান করা হয়।
এ ব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডেপুটি জেনারেল ম্যানেজার মিনারুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন থেকে বিদ্যুৎ চুরি করে ইউপি চেয়ারম্যান রেজাউল হক ব্যবহার করে আসছিলেন। ঘটনাটি জেলা প্রশাসন জানার পর অভিযান চালিয়ে জরিমানা করে।’
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘কেউই আইনের ঊর্ধ্বে না। অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে তাকে জরিমানা করে সাবধান করা হয়েছে। বিদ্যুৎ আইন-২০১৮ অনুযায়ী এই অর্থদণ্ড আদায় করা হয়। এরপরেও এমন অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’