ভোক্তাকণ্ঠ ডেস্ক: গাজীপুরের বাসন থানার নাওজোড় এলাকায় কালোবাজারে ডিজেল বিক্রির সময় দু’জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (জনসংযোগ) আলমগীর হোসেন এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- ওমর ফারুক বাবু (৪৩) ও মোখলেসুর রহমান (৩৮)।
আলমগীর হোসেন বলেন, ‘শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাসন এলাকার নাওজোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় দুই হাজার লিটার ডিজেল ভর্তি একটি ট্যাংক লরি ট্রাক (রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ঢ ৪২-০১৭৮) এবং নগদ ৪৩ হাজার টাকাসহ দু’জনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর সদর থানা এলাকায় সেলিম মিয়া নামে এক ব্যক্তির দোকানে অভিযান চালিয়ে আরও ১৬০ লিটার ডিজেল ভর্তি একটি ড্রাম ও একটি ডিজেলের খালি ড্রাম উদ্ধার করা হয়।’
পুলিশ জানিয়েছে, চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ডিজেল জাতীয় দাহ্য পদার্থ মজুদ করে কালোবাজারে বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা হয়েছে।