ভোক্তাকণ্ঠ ডেস্ক: ভোলার লালমোহনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার সকালে পৌর শহরের আরজু হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২৫ হাজার ও মিনা ফুডসকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।
পরে তিনি সাংবাদিকদের বলেন, আকস্মিক পরিদর্শনে গিয়ে দেখা যায়- ওইসব প্রতিষ্ঠান নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করছে। যা ভোক্তাদের সঙ্গে এক ধরনের প্রতারণা। যার জন্যই এ দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার নিশ্চিতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।