ভোক্তাকণ্ঠ ডেস্ক: চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার চুয়াডাঙ্গার শহরতলি দৌলতদিয়ার, হাতিকাটা ও আলুকদিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।
তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় দৌলতদিয়াড়ের হক ব্রার্দাস সেমাই কারখানাকে তিন হাজার, হাতিকাটায় এস ডি সেমাই কারখানাকে পাঁচ হাজার ও আলুকদিয়ার মেসার্স মুজাদ্দিদীয় সেমাই কারখানাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।