ভোক্তাকণ্ঠ ডেস্ক: সাতক্ষীরায় ক্ষতিকর রং এবং ফ্লেভার দিয়ে আইসক্রিম তৈরি করে বাজারজাত করার অভিযোগে এক আইসক্রিম কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার হাসান আলীর কারখানায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় বিপুল পরিমাণ আইসক্রিম, ক্ষতিকর রং ও ফ্লেভার জব্দ করা হয়।
ভোক্তা অধিদপ্তরের সাতক্ষীরার সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, মুনজিতপুর এলাকার হাসান আলীর আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায় তারা নিজের নামে কোনো আইসক্রিম বা আইসবার রোবট প্রস্তুত না করে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে আইসক্রিম রোবট প্রস্তুত করছেন। উপকরণ হিসেবে ব্যবহার করছেন অনুমোদনহীন রং ও ফ্লেভার। পরে প্যাকেজিং মেশিন দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের লগো লাগিয়ে বাজারে বিক্রি করছেন।
এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারা ভঙ্গ করার অপরাধে হাসান আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে নকল করে প্রস্তুতকৃত ১০ বস্তা রোবট ও পাউডার জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে ভোক্তা অধিদপ্তরের সাতক্ষীরার সহকারী পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে জেলা নিরাপদ খাদ্য অফিসার আশরাফুল আলম উপস্থিত ছিলেন।