ভোক্তাকণ্ঠ ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরের শুঁটকি মাছের খটিতে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার উপজেলার আটুলিয়া মহিন্দ্রছিল এলাকার ‘বাবলু খটি’ নামে শুঁটকি মাছের আড়তে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
এ সময় শুঁটকি তৈরিতে কাঠ ব্যবহার করায় খটি (যেখানে আগুন জ্বালিয়ে মাছ শুকিয়ে শুঁটকি তৈরি করা হয়) বন্ধ করে দেওয়ার পাশাপাশি মালিক বাবলু বিশ্বাস ও অসীম মণ্ডলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।