মোঃ আহসান উল হক তুহিন: রংপুরের মাহিগঞ্জ বাজারে একটি নকল পণ্য উৎপাদন কারখানায় তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়।
রবিবার বেলা সাড়ে এগারোটায় এ তদারকি করা হয়।
বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো: বোরহান উদ্দিন এর নেতৃত্ব দেন।
এ সময় নকল সয়াবিন তেল, সরিষার তেল, সুপার গ্লু, চাপাতা, টুথব্রাশ, মশার কয়েল, ওরাল-বি, গ্লুকন-ডি সহ নানা ধরনের পণ্যের হুবহু নকল পণ্য তৈরির উপকরণ ও প্যাকেটজাত পণ্য পাওয়া যায়।
এ সময় মেসার্স হাসান ট্রেডারস নামের ঐ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন বোরহান উদ্দিন।
অভিযান শেষে মাইকিং, লিফলেট ও পাম্পলেট বিলির মাধ্যমে ব্যবসায়ী এবং ভোক্তাবৃন্দকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে অবহিত ও সচেতন করা হয়।
এ তদারকি অভিযান পরিচালনায় সহায়তা করে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও ক্যাব রংপুর।
জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান।