ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার অলংকার মোড় এলাকার ইলিয়াছ বেকারিকে নানা অনিয়মের অভিযোগে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযান পরিচালনা করেন।
অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং কর্মরত কর্মীদের হেলথ ফিটনেস সনদ না করায় ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর অভিযানে নগরের বায়েজিদ বোস্তামী সড়কের উভয় পাশের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে আট জনের বিরুদ্ধে মামলা ও ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।