ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী।
শুক্রবার (২২ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের আতিয়ার মোল্লার ছেলে সোহেলের (২৫) সঙ্গে ওই কিশোরীর বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে সেখানে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। তিনি তাৎক্ষণিকভাবে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং বর ও কনেপক্ষকে জরিমানা করেন।
বোয়ালমারী এসিল্যান্ড মারিয়া হক বলেন, এ ঘটনায় বাংলাদেশ দণ্ডবিধির বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৭ ধারায় ওই কিশোরীর বাবাকে সাত হাজার এবং একই দণ্ডবিধির ৮ ধারায় ছেলের বাবাকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাল্যবিয়ে রোধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।রা হয়েছে। বাল্যবিয়ে রোধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।