মোঃ আহসান উল হক তুহিন: রংপুরে ওএমএসের পণ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগে ‘মেসার্স কাওসার ইন্টারন্যাশনাল’কে পাঁচ হাজার টাকা জরিমানা ও সকল কাগজপত্র জব্দ করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়।
গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে নগরীর বনানী এলাকায় অবস্থিত ওই দোকানে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আফসানা পারভীন।
ঘটনাস্থলে অভিযানে গেলে তিনি দেখতে পান, চাল ও আটা বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের কাছে তিন কেজি আটা বিক্রি করা হলেও খাতায় তোলা হচ্ছিলো পাঁচ কেজি। আবার একজন কিশোরকে্ দিয়ে ইচ্ছে মতো বিতরণ বইয়ে টিপসই নেয়া হচ্ছিল। এ ধরনের কাজের কোন সদুত্তর ওএমএস ডিলারের প্রতিনিধি দিতে পারেননি।
খাদ্য অধিদফতরের কর্মকর্তার উপস্থিতিতে এমন অনৈতিক কর্মকাণ্ডে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক বিব্রতকর অবস্থায় পড়েন। অভিযোগ সুনির্দিষ্ট ভাবে প্রমাণিত হওয়ায় ওই প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক পাঁচ হাজার টাকা জরিমানা ও সকল কাগজপত্র জব্দ করেন সহকারী পরিচালক আফসানা পারভীন।