ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় প্যাকেটজাত তরল দুধের প্যাকেটে নির্দিষ্ট পরিমাণ দুধ না পাওয়ায় স্থানীয় দুগ্ধ খামারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।
রোববার গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া ক্লাব রোডের মেসার্স মনোয়ারা ট্রেডিং নামক প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
দোকানে প্রতিটি ৫০০ গ্রামের দুধের প্যাকেটে ৫০ গ্রাম এবং এক লিটার দুধের প্যাকেটে ১০০ গ্রাম কম দিয়ে দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানটি দুধ বিক্রি করে আসছিল। নিজস্ব খামারের সাইন বোর্ড থেকে ক্রেতারা সেখান থেকে দুধ কেনার জন্য ভিড় জমায়। কিন্তু প্রতিষ্ঠানটি নিজস্ব খামারের আড়ালে ওজনে কম দিয়ে ক্রেতাদের প্রতারণা করে ঠকিয়ে দুধ বিক্রি করে অসাধু পথে লাভবান হলেও ক্রেতারা দিনের পর দিন ঠকে আসছিল।
স্থানীয় ক্রেতাদের একজন সন্দেহবশত ওজন করে দেখতে পান প্রতি প্যাকেটেই ১০০ গ্রাম কম। পটিয়া উপজেলা সহকারী কমিশানর (ভূমি) রাকিবুল ইসলাম জরিমানা করে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন।
ভবিষ্যতে একই অপরাধ করলে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হবে তিনি জানান।