ভোক্তাকণ্ঠ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
তিনি বলেন, অভিযানে তিনটি মামলায় ওই বাজারের তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ২০১৬ এর ০৬(১) ধারায় বিসমিল্লাহ টাইলসকে পাঁচ হাজার ও তুলীকা এন্টারপ্রাইজকে দুই হাজার এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ও ৫৩ ধারায় জাহিদ ইকবাল মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমান করা হয়।
তিনি আরও বলেন, শুধুমাত্র দোলান বাজারে নয়, পর্যায়ক্রমে উপজেলার সকল বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হবে।
এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানার এএসআই খলিলুর রহমানসহ অন্যান্য পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।