নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে তিন স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতদের সবার বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। নিহতরা হলেন: মীম (১৪), তাসফিয়া (১৩) ও লিমা (১২)। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আজ বুধবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাা (ওসি) জসিমউদ্দিন খন্দকার।
জসিমউদ্দিন খন্দকা্র বলেন, ‘সকালে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বিজয়পুর রেলক্রসিংয়ে তিন স্কুল শিক্ষার্থী মারা গেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।’
দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া দুর্ঘটনার প্রতিবাদে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় জনগণ।