ভোক্তাকণ্ঠ ডেস্ক: লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য দেওয়ায় চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদের কুয়া ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠানকে মামলাসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ এ অভিযান পরিচালনা করেন।
প্রসিকিউটর হিসেবে ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় অফিসের কর্মকর্তা প্রকৌশলী নুরে আলম মো. ফিরোজ।
বিএসটিআই’র সহকারী পরিচালক (সিএম) মোস্তাক আহমেদ জানান, লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য দেওয়ায় বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ওই পানির কারখানার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এবং ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।