কুড়িগ্রামে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

ভোক্তাকন্ঠ ডেস্ক: কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় জেলার মানুষজন বিপাকে পড়েছেন। ফসলের ক্ষতি তেমন না হলেও মানুষের বাড়িঘর এবং আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি ও ঝড়ের খবর পাওয়া গেছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুর রশিদ জানান, কুড়িগ্রামে যে পরিমাণ শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে গেছে তাতে কৃষি সেক্টরে তেমন কোনো প্রভাব পড়বে না। তবে আমের মুকুলের কিছু ক্ষতি হয়েছে।