কুড়িগ্রাম সদর উপজেলায় একটি গুদামে বিপুল পরিমাণে সয়াবিন তেল মজুদ এবং তা বাজার মূল্যে বিক্রয় না করার অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
বুধবার দুপুরে জেলা সদরের কৃষ্ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
জেলা ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা যায়, দুপুরে জেলা সদরের কৃষ্ণপুর এলাকায় ভাই ভাই ট্রেডার্সের গুদামে মজুদকৃত পূর্বের দামের ১ লিটারের সয়াবিন তেলের বোতল ২৮৯৬টি এবং ৫ লিটারের সয়াবিন তেলের বোতল ৫৯টি মিলে মোট ৩১৯১ লিটার সয়াবিন তেলের বোতল উদ্ধার করা হয়। মজুদকৃত এসব তেল যথাযথ ভাবে বিক্রয় না করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক মোশাররফ হোসেন মনিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত সয়াবিন তেল বোতলের গায়ে থাকা পূর্বের দামে সাধারণ ভোক্তার নিকট বিক্রির ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও সদর থানার পুলিশ সহযোগিতা করেন।