মোঃ আহসান উল হক তুহিন: সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে রংপুর নগরীর পুলিশ লাইনস মোড়ে অবস্থিত ‘ক্যাপ্টেন ব্যাকলজী’তে তদারকি অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এতে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন। সঙ্গে ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. লোকমান হোসেন।
তদারকি কালে তিনটি প্রতিষ্ঠানে মোট ছয় হাজার টাকা আর্থিক জরিমানা করেন তিনি।
এ সময় তারা দেখতে পান যে, ক্যাপ্টেন ব্যাকোলজি নামক প্রতিষ্ঠানের শো-রুমে বিক্রির জন্য রাখা পাউরুটি, বিস্কুট, লাচ্ছা সেমাই, কেক ইত্যাদীর কোনটিতেই পণ্য তৈরিতে ব্যবহৃত উপাদানের উল্লেখ নেই।
তদারকিতে আরও সহায়তা করেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রংপুর ও মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা।