খুলনায় সবজির দাম কমেছে

ভোক্তাকণ্ঠ ডেস্ক: খুলনার বাজারগুলোতে শীতকালীন সবজির দাম আরও একদফা কমেছে। একই সঙ্গে মুরগির দামও আছে ক্রেতা নাগালের মধ্যে। গরু আর ছাগলের মাংসের দামে কোন হেরফের নেই।

শনিবার খুলনা মহানগরীর মিস্ত্রিপাড়া বাজার, টুটপাড়া জোড়াকল বাজার, রূপসা বাজার, চানমারী বাজার ঘুরে এমনটা জানা যায়।

নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের সবজি বিক্রেতা রবিউল বলেন, ফুলকপি, বাঁধাকপি, মূলা, শিম, বিটকপি বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। বেগুন ৩০ থেকে ৪০ টাকা, বরবটি ৩০ টাকা, কাঁচামরিচ ৬০-৮০ টাকা, লালশাক আঁটি ২০ টাকা, লাউশাক ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

জোড়াকল বাজারের মুরগি ব্যবসায়ী লিপু বলেন, বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৫০ টাকা, সোনালী ২৫০ টাকা, রাজহাঁস ৪০০ টাকা, চীনা হাস ৪০০ টাকা, দেশি মুরগি ৪৩০ টাকা। গত চার-পাঁচ দিন ধরে একই দাম বিরাজমান।

নগরীর টুটপাড়া জোড়াকল বাজারে মুরগি কিনতে আসা গৃহিণী নাফিসা বেগম বলেন, এখন বাজারে সবজি আর মুরগি কিনে খুশি মনে বাড়ি ফিরতে পারছি। ১২০ টাকার সবজি এখন মাত্র ২০ টাকায় পাওয়া যাচ্ছে। বছরের শেষ দিনে মুরগির দাম বাড়ে। এবার দাম কম পেলাম। তবে মাছের দাম আগের মতোই।

বেসরকারি চাকরিজীবী নবীন বিশ্বাস বলেন, আর কয়দিন পর শীতের সবজি বাজারে ৫-১০ টাকায় পাওয়া যাবে। সবজির মত চিনি, তেল ডালের দাম কমলে মানুষ একটু ভালো ভাবে চলতে পারবে।

নগরীর ময়লাপোতার গরুর মাংস বিক্রেতা জাহিদ হোসেন বলেন, দাম কমা কিংবা বাড়ার কোন সম্ভাবনা আপাতত নেই। বাজারে এখন গরুর মাংস ৬৫০ টাকা আর ছাগলের মাংস ৮৫০ কেজি দরে বিক্রি হচ্ছে।