ভোক্তাকণ্ঠ ডেস্ক: লক্ষ্মীপুরে গরুর পচা-বাসি মাংস বিক্রি করায় এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অন্যান্য গরুর মাংস ও মুরগির দোকানিদের সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্য ও সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সিরাজুল সালেহীনের নেতৃত্বে লক্ষ্মীপুর পৌর মাংস বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পৌর মাংসের বাজারের হেলাল উদ্দিনের মালিকানাধীন ‘মেজবান গোস্তের’ দোকানে পচা ও বাসি মাংস বিক্রি করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত অভিযানে সত্যতা পাওয়া যায়। এতে দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ না করে সেজন্য দোকানিকে সতর্ক করা হয়। এছাড়া কয়েকটি মুরগির দোকানে ওজনে কম দেওয়ার ঘটনায় তাদেরকেও সতর্ক করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) লক্ষ্মীপুরের ফিল্ড অফিসার রাজিব কর, লক্ষ্মীপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর তাজুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সিরাজুল সালেহীন বলেন, পচা ও বাসি মাংস বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে অভিযান চালিয়ে আরও কয়েকটি দোকানিকে সতর্ক করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।