ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে গাজীপুরের চারটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার গাজীপুরের জয়দেবপুর থানাধীন বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ও ঢাকা জেলা অফিস প্রধান মোঃ আব্দুল জব্বার মন্ডল।
অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল বলেন, আসন্ন বৈদ্যুতিক লোডশেডিংকে কেন্দ্র করে ইলেক্ট্রনিক চার্জার লাইট, ফ্যান ইত্যাদির মূল্য কারচুপির মাধ্যমে অস্বাভাবিকভাবে ২/৩ গুন বৃদ্ধির অপরাধে সর্দার ইলেক্ট্রনিক্সকে ২০ হাজার টাকা, বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য ব্যবহার্য রি-এজেন্ট সংরক্ষণ করার অপরাধে মনিপুর পপুলার হাসপাতালের ফার্মেসিকে ৫০ হাজার টাকা ও অর্শি ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং রান্নার বিভিন্ন উপকরণের মধ্যে অসংখ্য তেলাপোকা অবাধে বিচরণ করার অপরাধে নিরালা রেস্তোরাঁ এন্ড হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।