মোঃ আহসান উল হক তুহিন: রংপুর নগরীর বিভিন্ন স্থানে সরকার নির্ধারিত গ্যাসের মূল্য বেশি নেয়ায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার সকালে রংপুর নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের পৃথক দুটি টিম।
বিভাগীয় কার্যালয়ের নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন। তিনি চারটি খুচরা দোকানে মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় চালান না রাখার অপরাধে মোট সাড়ে সাত হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে, জেলা কার্যালয়ের নেতৃত্ব দেন সহকারী পরিচালক আফসানা পারভীন। তিনি তিনটি খুচরা দোকানে অভিযান চালিয়ে মোট ১২ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান চলাকালে তারা দেখতে পান, সব কোম্পানিই সরকারের বেঁধে দেয়া মূল্যের অধিক মূল্যে ডিলারদের কাছে গ্যাস সরবরাহ করছে। ফলে ডিলাররা বাধ্য হয়েই গ্যাসের মূল্য বাড়িয়ে দিয়েছেন।
এ বিষয়ে সরকারের আরও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ক্রেতা সাধারণ।
উভয় অভিযানে সহায়তা করে ক্যাব রংপুর ও মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্স।