ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার আমিরাবাদ দরবেশ হাট রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উল্ল্যাহ।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে জে বি এল ফার্মেসির মালিক ছোটন কান্তি নাথকে ৩০ হাজার টাকা ও সি আর মেডিকেল হলের মালিক ভগীবত ধরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও শরীফ উল্ল্যাহ বলেন, দরবেশ হাট এলাকায় দুই ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জনসচেতনতার পাশাপাশি এ ধরনের অভিযান চলবে।
অভিযানে লোহাগাড়া থানার পুলিশ সহযোগিতা করে।