ভোক্তাকণ্ঠ ডেস্ক: চাঁদপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন করায় একটি কারখানার মালিককে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার বিকেলে শহরের পুরাণ বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি বলেন, রমজান মাসের শুরু থেকেই বাজার নিয়ন্ত্রণে রাখতে তদারকি চলছে। তারই অংশ হিসেবে শহরের পুরান বাজারের হরিসভা এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন করার দায়ে হাজী ফুডকে (বিল্লাল হোসেন পরিচালিত) ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়। একইসঙ্গে কারখানার মালিককে সতর্ক করে দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর মডেল থানার একটি চৌকস পুলিশ দল।