ভোক্তাকণ্ঠ ডেস্ক: চাঁদপুর শহরের দুটি খাবার হোটেলকে পঁচা ও বাসি খাবার পাওয়ায় মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইলিশ চত্বর এলাকা অভিযান চালিয়ে আবরার হোটেল ও ক্যাপে ঝীল নামক দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি বলেন, নিয়মিত বাজার তদারকি ও ভোক্তা-অধিকার নিশ্চিত করার লক্ষ্যে রোববার শহরের ইলিশ চত্বর এলাকায় বাসি গ্রিল পাওয়ায় আবরার হোটেলকে ৩০ হাজার টাকা এবং ক্যাফে ঝিলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠান থেকে মোট জরিমানা আদায় হয় ৪৫ হাজার টাকা। এই দুই প্রতিষ্ঠানের মালিককে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করে চাঁদপুর জেলা পুলিশের একটি দল।