মো: দেওয়ান মিয়া: অবৈধভাবে চাল মজুদ রেখে বাজারে চালের দাম বাড়ানোর চেষ্টা রোধ করতে হবিগঞ্জে অভিযান শুরু হয়েছ্র।চালের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে হবিগঞ্জ শহরের চৌধুরিবাজার, গুদাম রোড, নবীগঞ্জ রোডের বিভিন্ন চালের আড়ত, অটোরাইস মিল ও চাল ব্যবসায়ীর দোকানে জেলা প্রশাসন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় ও ভোক্তা অধিকার অধিদপ্তর ও জেলা পুলিশ এর সমন্বয়ে টাস্কফোর্স অভিযান চালানো হয়। এসময় অনুমোদনহীনভাবে আড়ত পরিচালনার মাধ্যমে অবৈধভাবে ধান, চাল মজুদ করার দায়ে দুইটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালন করেন।