ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে ইনডাকশন চুলাসহ প্রয়োজনীয় সামগ্রী বিক্রির অপরাধে পাঁচ দোকানীকে জরিমানা করেছে জেলা প্রশাসন। সোমবার বেলা ১১টার দিকে নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
অভিযানে নগরের লাভ লেনের হাবিব ট্রেডার্সে অনিয়ম পাওয়ায় ১০ হাজার টাকা, এনায়েত বাজার মোড়ে জেএস ট্রেডিংকে ২০ হাজার টাকা এবং আরিফ ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে নগরের গোলাম রসুল মার্কেটে ইনডাকশন চুলা ও রাইস কুকারের দাম বেশী রাখায় দুই দোকানের মালিককে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, গ্যাস সংকটের সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মূল্যে রাইস কুকার, ইনডাকশন চুলা ও ইনফ্রারেড চুলা বিক্রি করছে। অভিযোগ পেয়ে নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পাঁচ দোকানীকে ৪১ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। সেই সঙ্গে সকলকে সর্তক করা হয়েছে।