ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজশাহীতে ডিমের দাম বেশি রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ তথ্য জানান।
তিনি বলেন, মহানগরীর খড়খড়ি, আশরাফের মোড় ও নলখোলা মোড়ে ডিমের আড়ৎ ও খুচরা দোকানে অভিযানে যাই। এ সময় আড়তে সাদা ডিমের হালি পাইকারি দর ৩৭-৩৮ টাকা, লাল ডিমের পাইকারি দর ৩৮-৪০ টাকায় বিক্রি হয়। তবে এ দর নিয়ে খুচরা বাজারে গেলে সেখানে ক্রেতারা অভিযোগ করেন সকালে ৪৬ টাকা দরে ডিম বিক্রি হয়েছে।
হাসান-আল-মারুফ বলেন, বাজারে যাওয়ার পর হালিতে ছয় টাকা কমে ডিমের দাম ৪০ টাকা হয়ে গেছে। অন্তত ৩০ দোকানে মূল্য তালিকায় একই দর দেখা যায়।
তিনি বলেন, মূল্য তালিকা না থাকা ও বেশি দামে বিক্রির দায়ে আল মদিনা ট্রেডার্সকে এক হাজার টাকা ও মধুঘরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।