ভোক্তাকণ্ঠ ডেস্ক: তেল কম দেওয়ায় মানিকগঞ্জে মেসার্স সাত্তার এন্ড সন্স ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর আড়াইটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ওই ফিলিং স্টেশনকে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জোবায়ের।
জানা যায়, শহরের ইলিয়াস নামের এক যুবক ওই পাম্প থেকে ৪০ লিটার ডিজেল ক্রয় করেন। ওজনে কম দেয়া হয়েছে সন্দেহ হলে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে পুনরায় তেল পরিমাপ করা হলে ৪০ লিটারের মধ্যে আধা লিটার তেল কম হওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৪৮ ধারায় ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলসহ গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।