ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে জ্বালানি তেল পরিমাপে কারচুপির অপরাধে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে হাটহাজারী পৌরসভার এগার মাইল এলাকার আলাউল ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান।
অভিযানে জ্বালানি তেলের একটি অকটেন ও তিনটি ডিজেল ডিসপেন্সি ইউনিটে প্রতি ১০ লিটারে গড়ে ১৫০ মিলি লিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান বলেন, পরিমাপে তেল কম দেওয়ায় হাটহাজারীর একটি ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে বিএসটিআই’র ফিল্ড অফিসার জারিন তাসনিম, পরিদর্শক জিল্লুর রহমান, সজীব চৌধুরী এবং নূরে আলম ও হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।