মোঃ আহসান উল হক তুহিন: দিনাজপুরে তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।
মঙ্গলবার সদর উপজেলায় নিয়মিত মনিটরিং এর আওতায় ইলেক্ট্রনিক্স পণ্যসামগ্রীর দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় রায়পুর ইলেক্ট্রনিক্স, এসকিউ ইলেক্ট্রনিক্স এন্ড সেলস সেন্টার ও ভূঁইয়া ট্রেডার্স এই তিন প্রতিষ্ঠানের মালিককে নি়র্ধারিত মূল্যের চেয়ে বেশি রেখে ট্যাগ দেয়া, বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, পূর্বের মূল্যের উপর বেশি দাম রেখে স্টিকার বসানোসহ অপরাধে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ রুনি।
অভিযানে সহায়তা করে কোতয়ালী থানা পুলিশের সদস্যরা।