ভোক্তাকণ্ঠ রিপোর্ট: আজ সোমবার সকালে রংপুর নগরীর পায়রা চত্বরে অবস্থিত বেশ ক’টি বৈদ্যুতিক যন্ত্রাংশের দোকানে তদারকি অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়।
অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিচালক সিনিয়র সহকারী সচিব মোঃ আজহারুল ইসলাম। অভিযানে সহায়তা প্রদান করেন সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন। তদারকি অভিযানে ‘রিকো ইলেকট্রনিক্স’ এবং ‘রাসেল লাইট হাউজ’ নামক দুটি দোকানে নকল ও নিম্নমানের বৈদ্যুতিক বাল্ব উদ্ধার করেন তারা। এসময় সেখানে প্রচুর পরিমাণে নকল লাইট ও বাল্বের প্যাকেটে খুচরা মূল্যের উপর অতিরিক্ত মূল্য বসিয়ে টেম্পারিং করা অবস্থায় পাওয়া যায়।
ভোক্তা অধিকার আইনের ৩৭ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠান দুটি কে ৫ হাজার করে মোট দশ হাজার টাকা জরিমানা করেন। তদারকিতে সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলো আরপিএমপির’ রিজার্ভ ফোর্স।